ভরা বর্ষার হাটট্রিক : এবার অতিভারী থেকে প্রবল ভারী বৃষ্টিপাতের নয়া রেকর্ড ভারতে
২০১৯ ও ২০২০ সালের সঙ্গে সাযুজ্য রেখেই ২০২১-এর বর্ষা
দেশে গত এক মাসে পর পর দুটি সাইক্লোন (Cyclone) এসেছে। যার জেরে আবহাওয়ায় (Weather) এ ব্যাপক পরিবর্তন দেখা গিয়েছে।
দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করেছে দেশে। বর্ষার অবিরত বৃষ্টিধারায় ভিজছে বাংলা, ভারতের অন্যান্য রাজ্যও। ধারাবাহিকভাবে তৃতীয় বছর স্বাভাবিক বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবারও। গত দু-বছরে বর্ষা ব্যতিক্রমীভাবে স্বাভাবিক হয়েছে। ২০১৯ ও ২০২০ সালের সঙ্গে সাযুজ্য রেখেই ২০২১-এর বর্ষা হবে বলে পূর্বাভাস।
বৃষ্টিপাতের তীব্রতা কীভাবে মাপা হয়?
উল্লেখ্য ধরে নেওয়া হয় যে ১৫ মিলিমিটার বৃষ্টিপাত হচ্ছে হালকা বৃষ্টি। ১৫ থেকে ৬৪.৫ মিলিমিটার বৃষ্টিপাত হচ্ছে মাঝারি বৃষ্টি। ভারী বৃষ্টিপাত হচ্ছে , ৬৪.৫ মিলিমিটার থেকে ১১৫.৫ মিলিমিটার। অতিভারী বৃষ্টিপাাত হচ্ছে ১১৫.৬ মিলিমিটার থেকে ২০৪.৪ মিলিমিটার। প্রবল ভারী বর্ষণ হিসাবে ধরে নেওয়া হয় ২০৪.৪ মিলিমিটার বৃষ্টিপাতকে।
প্রবল বর্ষণ বাড়তে শুরু করেছে দেশের কোন এলাকাগুলিতে?
কেন্দ্রের রিপোর্ট বলছে, ক্রমেই দেশের আবহাওয়ার বেশ রকিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। কেন্দ্রীয়, উত্তর ও পশ্চিম হিমালয়ের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের ব্যাপকতা বাড়ছে। মনে করা হচ্ছে, বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধির সঙ্গে পরোক্ষে যোগ সূত্র থাকতে পারে বিশ্ব উষ্ণায়ণের। তবে এই যোগসূত্র সরাসরি রয়েছে এমন দাবি করা যায় না, বলে জানিয়েছে।#তথ্য- oneindia






Comments
Post a Comment