নিম্নচাপের ভ্রুকুটি
🛑একটি নিম্নচাপ বিদায় নিতে না-নিতেই ফের নিম্নচাপ তৈরি হতে চলেছে উত্তর বঙ্গোপসাগরীয় এলাকায়। বুধবার নিম্নচাপটি জন্ম নেওয়ার পরে নিজের শক্তিবৃদ্ধি করবে এবং যার জেরে গাঙ্গেয় বঙ্গ, ওডিশা-সহ পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি মিলতে পারে।
🛑বুধবার নাগাদ ফের একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে বঙ্গোপসাগরে। এর প্রভাবে ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর জেলায়। বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে কলকাতাতেও। মঙ্গলবার থেকেই বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। তবে, এই নিম্নচাপের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ডে। বুধবার নিম্নচাপটি জন্ম নেওয়ার পরে নিজের শক্তিবৃদ্ধি করবে এবং তার জেরে গাঙ্গেয় বঙ্গ, ওডিশা-সহ পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি মিলবে। হাওয়া অফিস থেকে পূর্বাভাসে বলা হয়েছে যে, চলতি সপ্তাহে গাঙ্গেয় বঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আগামী বুধ ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার মূলত পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে, মঙ্গলবার থেকে বৃষ্টি কমবে উত্তরবঙ্গে।
Comments
Post a Comment