ভাসছে উত্তরবঙ্গ

🛑📣উত্তরবঙ্গের জন্য আরেকটা খারাপ খবর। আবার প্রবল বর্ষণের পূর্বাভাস। এই বর্ষণ চলবে টানা ৬ দিন। শনিবার রাত থেকেই বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। চলবে বৃহস্পতিবার পর্যন্ত। রাজস্থানের আজমেড় থেকে ত্রিপুরা পর্যন্ত এখন মৌসুমি অক্ষরেখা অবস্থান করছে। এই রেখা ক্রমশ উত্তরে সরছে। ফলে বঙ্গোপসাগর সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বায়ুমন্ডলে। এর জের বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে।
🛑🛑🛑🛑🛑🛑💧💧💧💧💧
আলিপুর আবহওয়া দপ্তর সূত্রে খবর, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে ৭০ থেকে ২০০ মিলিমিটার এবং মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ৭০ থেকে ১১০ মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা।
🛑🛑🛑💧💧💧💧💧
আগামী রবিবার ও সোমবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলার কোথাও কোথাও ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতের আশঙ্কা। ভারী বৃষ্টি হবে মালদা ও দুই দিনাজপুরে। মঙ্গল ও বুধবারেও কোচবিহার, আলিপুরদুয়ার প্রবল বর্ষণের সম্ভাবনা। ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে।
📣🛑📣🛑📣🌦️🌦️🌦️
এদিকে দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে বীরভূম মুর্শিদাবাদে। ভারী বৃষ্টি হতে পারে নদিয়াতেও। রবি ও সোমবার বজ্রবিদ্যুৎ সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। বীরভূম মুর্শিদাবাদে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত।

Comments

Popular posts from this blog

তীব্র গরমে সুস্থ থাকবেন কী ভাবে? জেনে নিন কিছু ঘরোয়া টিপস

বর্ষাকালে সাপের উপদ্রপ। করণীয় কি জেনে রাখুন ।

#শুভ_সকাল