বজ্রপাতের হাত থেকে বাঁচার জন্য আমাদের কি কি করণীয় রয়েছে জেনে নিন

সকল মানুষই বজ্রপাতের সময় ভীতসন্ত্রস্ত থাকেন, এমনকি তারা জানেনও না কি কি করা উচিত আর উচিত নয়। 

জেনে নেওয়া যাক বজ্রপাতের সময় কি কি করণীয় রয়েছে –

১) বজ্রপাতের সময় বাড়ির ধাতব বস্তু গুলি একেবারেই স্পর্শ করবেন না যেমন ধাতব রেলিং, লোহার কল, পাইপ ইত্যাদি।

২) প্রতিটি বিল্ডিংয়েই বজ্রনিরোধক দণ্ড লাগানো উচিত।

৩) সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বজ্রপাতের সময় কখনোই খোলা জায়গা, মাঠ বা উঁচু স্থানে থাকবেন না।

৪) কোনো বাড়িতে যদি পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকে তাহলে সবাই এক ঘরে না থেকে আলাদা আলাদা ঘরে যান।

৫) বজ্রপাতের সময় খোলা জায়গায় কোনো বড় গাছের নিচে আশ্রয় নেয়া যাবে না। গাছ থেকে অন্তত চার মিটার দূরে থাকতে হবে।

৬) এই সময় বৈদ্যুতিক তার বা ছেঁড়া বৈদ্যুতিক তার থেকে অনেকটাই দূরত্ব বজায় রাখতে হবে।

৭) সবার প্রথমে বাড়ির বৈদ্যুতিন যন্ত্রপাতির প্লাগগুলো কারেন্ট থেকে বিচ্ছিন্ন করতে হবে। এর ফলে বৈদ্যুতিক যন্ত্রগুলি ক্ষয় ক্ষতির হাত থেকে রক্ষা পাবে।

৮) বজ্রপাতে আহতদের বৈদ্যুতিক শকে মতো করেই চিকিৎসা দিতে হবে।

৯) সাধারণত এপ্রিল জুন মাসে বজ্রপাতের প্রকোপ অনেকটাই বেশি থাকে, তাই মেঘ দেখে বাড়ির বাইরে বের হবেন না।

১০) যতদূর সম্ভব কোন কংক্রিটের ছাদ বা দালানের নিচে আশ্রয় নিন।

১১) বজ্রপাত চলাকালীন জানালার কাছাকাছি বা বারান্দায় কখনোই থাকবেন না। এমনকি বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলি থেকেও দূরে থাকুন।

Comments

Popular posts from this blog

তীব্র গরমে সুস্থ থাকবেন কী ভাবে? জেনে নিন কিছু ঘরোয়া টিপস

বর্ষাকালে সাপের উপদ্রপ। করণীয় কি জেনে রাখুন ।

#শুভ_সকাল