সূর্যগ্রহণ
#সূর্যগ্রহণ
☀️আগামী 21 June ভারতের আকাশে দেখা যাবে অদ্ভুত দৃশ্য । সূর্য গ্রহণের সময় তৈরি হবে ' আগুনের বলয় '।
☀️2020 সালটা সব দিক থেকেই অদ্ভুত হয়ে উঠেছে মানুষের কাছে । আগামী 21 June সকাল 9.15 AM নাগাদ গ্রহণ লাগবে সূর্যে । সম্পূর্ণ রুপে সূর্যগ্রহণ দেখা যাবে সকাল 10 টা বেজে 17 মিনিট 45 সেকেন্ড থেকে ।
☀️এই সময় আকাশে এক অদ্ভুত দৃশ্যের সাক্ষী থাকবে ভারতবাসী । সূর্য গ্রহণ চলাকালীন ভারতের আকাশে " রিং অফ ফায়ার " বা " আগুনের বলয় " তৈরি হবে । মূলত উত্তর ভারতের বিভিন্ন অংশ থেকে সূর্যগ্রহণের এই বিরল দৃশ্যের ছবি দেখা যাবে । সূর্য গ্রহণ স্থায়ী হবে দুপুর 2 টা বেজে 2 মিনিট পর্যন্ত । তবে পূর্ণ গ্রাস দেখা যাবে দুপুর 12 টা 10 মিনিট পর্যন্ত । ভারত ছাড়াও এই গ্রহণ পাকিস্তান, চিন, ইথিওপিয়া, আফ্রিকা ও প্রশান্ত মহাসাগর সংলগ্ন দেশগুলি থেকে দেখা যাবে ।
#লেখা-সুপ্রিয়া রয়(এডিটর)
আমাদের ওয়েবসাইট ও YOUTUBE চ্যানেল ফলো করুন। ধন্যবাদ
https://www.youtube.com/channel/UCpMX-Ga4qV0TgfcBsoRAFzw
https://ibweatheranalyser.blogspot.com/
https://www.facebook.com/IBWEATHER/
Comments
Post a Comment