📢বাংলা মাধ্যমে আবহাওয়ার সঠিক তথ্য পাওয়ার জন্য এখুনি আমাদের FACEBOOK পেজ LIKE করুন। 🛑এই চ্যানেলটি আবহাওয়া এবং জলবায়ুকে নিয়মিত বিশ্লেষণ করে মানুষেকে সঠিক তথ্য পেতে সহায়তা করে।🛑 মূলত আমরা আপনাকে ভারত এবং বিশেষত পশ্চিমবঙ্গের সমস্ত আবহাওয়ার তথ্য দেব📢
বঙ্গে পা বর্ষার, আকাশ কালো করে কলকাতায় মুষলধারে বৃষ্টি
ইতিমধ্যেই বাংলাদেশ হয়ে অসম পর্যন্ত পৌঁছেছে মৌসুমি বায়ু। অন্যদিকে, ছত্তীসগঢ় ও ওড়িশাতে ঢুকে পড়েছে বর্ষা। বাংলায় বর্ষার প্রবেশ এখন শুধু সময়ের অপেক্ষা। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হবে। বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দার্জিলিং সহ অন্য জেলাগুলিতে।
দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। বঙ্গোপসাগরে নিম্নচাপ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। তার অবস্থান পশ্চিম মধ্য ও ও উত্তর-মধ্য বঙ্গোপসাগরে। আগামী ২৪ ঘণ্টা ওড়িশা ও অন্ধ্র উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে।
ব্যাপক গরম । এই পরিস্থিতিতে আপনি যদি নিজেকে সুস্থ রাখতে চান, তবে অবশ্যই মেনে চলতে হবে কয়েকটি নিয়ম। সকালের তাপমাত্রা অনেকটাই বেশি। এই পরিস্থিতিতে আপনাকে অবশ্যই হতে হবে সতর্ক। এক্ষেত্রে এমন কোনও কাজ করা যাবে না যার থেকে দেখা দেয় সমস্যা। তাই প্রতিটি মানুষকে অবশ্যই এই বিষয়টি নিয়ে হতে হবে সতর্ক। এবার গরম পড়া মাত্রাই ঘামের (Sweat) পরিমাণ বাড়বে। এবার শরীর থেকে বেরিয়ে যেতে থাকবে সোডিয়াম, পটাশিয়ামের মতো বিশেষ কিছু উপাদান। এবার এই উপাদানগুলি শরীর থেকে বেরিয়ে যেতে থাকলে সমস্যা দেখা দেওয়া খুবই স্বাভাবিক। এননকী হতে পারে সানস্ট্রোক (Sun Stroke) তাই প্রতিটি মানুষকে অবশ্যই এই বিষয়টি নিয়ে হতে হবে সতর্ক। এই তীব্র গরমে শুধু যে শরীরই সমস্যায় পড়বে, এমন নয়। বরং ত্বকের (Skin) উপরও পড়তে পারে এর প্রভাব। এই গরমের মধ্যে বাইরে বেরলে রোদ সরাসরি এসে পড়ে ত্বকের উপর। এবার তা পুড়িয়ে দেয় ত্বক। আর শুধু ত্বক পুড়ে যাওয়া নয়, এর পাশাপাশি ত্বকের উপর থেকে জলের আস্তরণ উবে যাওয়ার জন্য অন্যান্য সমস্যা দেখা দিতে পারে। তাই প্রতিটি মানুষকে অবশ্যই সাবধান থাকতে হবে। সফট ড্রিংকস নয় এই গরমের হাত থেকে মুক...
বর্ষাকাল মানেই সাপের উৎপাত৷ সর্পদংশনের ঘটনাও এই সময়ই বেশি হয়৷ আমাদের দেশে এখনও বহু মানুষ সর্পদংশনের পর ডাক্তারদের তুলনায় ওঝা, ঝাড়ফুঁকের উপর বেশি ভরসা রাখে৷ ফলে রোগী গুরুত্বপূর্ণ প্রথম কয়েক ঘণ্টা (গোল্ডেন আওয়ার) বিনা চিকিৎসায় নষ্ট হয়ে যায়৷ সমীক্ষা অনুযায়ী সাপে কাটা রোগীদের মধ্যে মাত্র ২২ শতাংশ সরকারি হাসপাতালে আসেন৷ জনমানসে ভ্রান্ত ধারণার ফলেও অনেক সমস্যা সৃষ্টি হচ্ছে৷ সাপে কাটলে করণীয় *🌀 আক্রান্ত ব্যক্তিকে আশ্বস্ত করতে হবে। বেশিরভাগ কবলিত মনে করেন মৃত্যু অবশ্যম্ভাবী। তাই জরুরিভিত্তিতে তাকে সাহস দেয়া ও প্রাথমিক চিকিৎসা দিয়ে যথাযথ স্থানে/হাসপাতালে চিকিৎসার জন্য পাঠালে রোগী বিশ্বাস ও সাহস ফিরে পাবে। *🌀 দংশিত স্থান কিছুতেই কাটাছেড়া করা উচিত নয়। কেবল ভেজা কাপড় দিয়ে কিংবা জীবাণুনাশক লোশন দিয়ে ক্ষতস্থান মুছে দিতে হবে। *🌀 দংশনকৃত স্থান থেকে ভিতরের দিকে সাথে সাথে গামছা বা কাপড় দিয়ে কেবল একটি গিঁট (পায়ে দংশন করলে রানে, হাতে দংশন করলে কনুইয়ের উপরে) এমনভাবে দিতে হবে যেন খুব আটসাঁট বা ঢিলে কোনটাই না হয় (একটি আঙুল একটু চেষ্টায় ভেতরে যেতে পারে)। * 🌀সাপে কাটার স্থান বেশি নড়াচড়া কর...
Comments
Post a Comment